দুই দিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার যমুনা নদীতে ও রায়গঞ্জের ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারা হলেন শুভ কুমার (১৫) ও সকাল সূত্রধর (১৫)।
রোববার (২০ মার্চ) সকালে উপজেলার চান্দাইকোনা ফুলজোড় নদী ও যমুনা নদীর শহরের জেলখানা ঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
জানা গেছে, লাশ উদ্ধার হওয়া শুভ কুমার (১৫) জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের ডা. সুকুমার রায়ের ছেলে ও সকাল সূত্রধর (১৫) সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধরের ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আলমগীর হোসেন বলেন, “গতকাল (শুক্রবার) দোল উৎসবে আবির খেলা শেষে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় শুভ কুমার নামে এক কিশোর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দুই দিনের অভিযানে নিহত কিশোরের সন্ধান না মেলায় অভিযান স্থগিত রাখে ফায়ার সার্ভিস। পরে আজ (রোববার) সকালে ঘটনাস্থলের ৫০০ মিটার দূরে ফুলজোড় নদীতে লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে জানায় স্থানীয়রা। পরে সকাল ৮ টার দিকে কিশোরের লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এদিকে দোল উৎসবের দিনে সিরাজগঞ্জ শহর সংলগ্ন যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সকাল ও সঞ্জিত নামে দুই কিশোর। এদের মধ্যে ওইদিনই সঞ্জিত কর্মকারের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল সকাল সূত্রধর। তার সন্ধানে অভিযান চলাকালে রোববার সন্ধ্যায় ঘটনাস্থলের নিকট থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।